আখাউড়া প্রতিনিধি সিজান সরকার
টানা ৩৪ বছরের দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে ব্যতিক্রমধর্মী আয়োজনে বিদায় নিলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দেবগ্রাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. মাহফুজুর রহমান।
বুধবার (১৫ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিদায় অনুষ্ঠানে ‘গুরুজন’ লেখা ফুলে সাজানো একটি গাড়িতে চড়ে তিনি বিদ্যালয় ত্যাগ করেন। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে ওই গাড়ির ব্যবস্থা করা হয়।
বিদায় মুহূর্তে বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রিয় শিক্ষককে সম্মান জানিয়ে বিদায় জানান। এ সময় অনেক শিক্ষার্থী ও সহকর্মী আবেগাপ্লুত হয়ে পড়েন।
বিদ্যালয়ের সহকর্মীরা জানান, শেখ মো. মাহফুজুর রহমান দীর্ঘ কর্মজীবনে সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শিক্ষক হিসেবে তিনি ছিলেন অত্যন্ত দায়িত্বশীল ও সবার কাছে শ্রদ্ধাভাজন।
বিদায় বক্তব্যে শেখ মো. মাহফুজুর রহমান বলেন, “এই বিদ্যালয়, শিক্ষার্থী ও সহকর্মীদের সঙ্গে কাটানো সময় আমার জীবনের অমূল্য স্মৃতি। এখান থেকেই আমি মানুষের ভালোবাসা পেয়েছি, যা আজীবন মনে থাকবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।