সামজাদ জসি
সিনিয়র স্টাফ রিপোর্টার
আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ই জানুয়ারী সকাল ০৯.৩০ মিনিটের সময় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১ টি প্রাইভেটকার আটক করে। এ সময় প্রাইভেটকার তল্লাশী করে ১৬ (ষোল) কেজি গাঁজা সহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১ টি প্রাইভেটকারে গাঁজাসহ ০১ জনকে আটক করে গ্রেফতারকৃত হলেন শরিয়তপুর জেলার গোসাইরহাট থানার চরজালালপুর ইউনিয়নের জাকির কাজী কান্দি গ্রামের মোঃ সফি মোল্লার ছেলে মোঃ সাইফুল ইসলাম(২৬)।
উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক তালিকা করে জব্দ করা হয় এবং এ-সংক্রান্তে আশুগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।