আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লীতে বায়ো সোসাইটির উদ্যোগে রশীদিয়া দারুল উলূম ক্বাউমী মাদ্রাসা ও তুরুকপথা বাহারুল উলুম কাওমি মাদ্রাসার এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) রাতে রশীদিয়া দারুল উলূম ক্বাউমী মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়ো সোসাইটির উপদেষ্টা অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী, সভাপতি আব্দুর গফুর, সাধারণ সম্পাদক সুমন রানা রব্বানী, ভূল্লী প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক বাপ্পীসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ, বায়ো সোসাইটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, বায়ো সোসাইটি একটি সামাজিক উন্নয়নমূলক সংগঠন। সংগঠনটি নিয়মিতভাবে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শীত মৌসুমে এতিম শিশুদের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব উল্লেখ করে তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে এতিম শিশুদের মাঝে কম্বলসহ প্রয়োজনীয় শীতবস্ত্র বিতরণ করা হয়।