মেহেদী হাসান, বড়াইগ্রাম (নাটোর)প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গভীর রাতে সংঘটিত গরু চুরির ঘটনায় দুইটি পরিবার চরম ক্ষতির মুখে পড়েছে। দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার মহানন্দগাছা গ্রামে এ ঘটনা ঘটে।পরিবার সূত্রে জানা যায়, মহানন্দগাছা গ্রামের গ্রাম্য ডাক্তার আবু হানিফের বাড়ির গোয়ালঘর থেকে সংঘবদ্ধ চোরচক্র ৪টি গরু চুরি করে নিয়ে যায়। একই সময়ে পাশের বাড়ির বাসিন্দা মাহবুবের গোয়ালঘর থেকে আরও ১টি গরু চুরি হয়। এতে মোট চুরি হওয়া গরুর সংখ্যা দাঁড়ায় ৫টি।পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে বাইরে বের হলে দেখতে পান, চোরেরা একটি নসিমন গাড়িতে করে গরুগুলো নিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে।তাৎক্ষণিকভাবে ধাওয়া করা হলেও দ্রুতগতির গাড়ির কারণে চোরচক্র পালিয়ে যেতে সক্ষম হয়।ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন,
ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং চোরচক্রকে শনাক্ত করে আটক করতে পুলিশ কাজ করছে।
ঘটনার খবর পেয়ে জামায়াতে ইসলামীর নাটোর-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে বলেন,এই ধরনের চুরি ও অপরাধ মানুষের জীবন-জীবিকাকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করা জরুরি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন ন্যায়বিচার পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আমি আহ্বান জানাচ্ছি।