শেখ শোভন আহমেদ:
গোপালগঞ্জের কাশিয়ানীতে ইজিবাইকে করে বোনের বাড়িতে যাওয়ার পথে এক গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে ‘সংঘবদ্ধ’ ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ঘোনাপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই গৃহবধূর বাড়ি মহেশপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে। তিনি এক সন্তানের জননী বলে জানা গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে মামলা করেছেন।
গত সোমবার ট্রাইব্যুনালের বিচারক মামলাটি গ্রহণ করে কাশিয়ানী থানার ওসিকে নথিভূক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন- উপজেলার খায়েরহাট গ্রামে খবির তালুকদারের ছেলে ওহিদুজ্জামান তালুকদার (৪৫), ঘোনাপাড়া গ্রামের মৃত শাজাহান মোল্লার ছেলে সান্টু মোল্লা (৪০), দুলু ফকিরের ছেলে অসিম ফকির (৩৫), মুন্নুর ছেলে ইমন (২৮) ও জঙ্গলমুকুন্দপুর গ্রামের জাহাঙ্গীরের ছেলে কালু (২৬)।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট জাবের আলম মোল্লা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১০ জানুয়ারি সন্ধ্যায় ওই গৃহবধূ ইজিবাইকে করে তারাইল গ্রামে বোনের বাড়িতে যাচ্ছিলেন। পথে ঘোনাপাড়া বাজার এলাকায় পৌঁছেলে অভিযুক্তরা তার মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে জোরপূর্বক একটি ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যায়। সেখানে তাকে বিবস্ত্র করে হাতে মাদক ও অস্ত্র দিয়ে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করা হয়। এসব ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অভিযুক্তরা তাকে পালাক্রমে ধর্ষণ করে।
কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘আদালতের আদেশ পেলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।